Thursday, November 26, 2020

Potential Plugin Developer for Happy Addons Team

হ্যাপি অ্যাডঅনস (Happy Addons) টিমে কাজ করার জন্য আমরা দুজন মিড-লেভেল ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপার খুঁজতেছিলাম। এলিমেন্টর উইজেটস নিয়ে আগে কাজ করার অভিজ্ঞতা থাকলে দারুন। জাভাস্ক্রিপ্টে ভালো ধারনা আবশ্যক, ওয়ার্ডপ্রেসের প্লাগইন এপিআই নিয়ে ভালো ধারনা অবশ্যই থাকতে হবে, উকমার্স থিম/প্লাগইন ডেভেলপমেন্ট নিয়ে ধারনা থাকলে আরও ভালো, ওয়ার্ডপ্রেসের কোডিং স্ট্যানডার্ড/কনভেনশন সম্পর্কে অবশ্যই জানতে হবে।

আমাদের টিমে জয়েন করার জন্য আগ্রহী হলে নিচের ইনস্ট্রাকশন অনুযায়ী একটা ইমেইল সেন্ড করে দিন প্লিজ।
০) কোন সিভি/রিজিউম অ্যাটাচ করার দরকার নাই, প্লিজ, একদমই দরকার নেই।
১) ওয়ার্ডপ্রেস অর্গে প্রফাইল আছে? সেটার লিঙ্ক প্রয়োজন
২) গিটহাব প্রফাইল লিঙ্ক দরকার, অবশ্যই দরকার
৩) লিঙ্কডইনে প্রফাইল আছে? তাহলে সেটারও লিঙ্ক প্রয়োজন
৪) আগে ওয়ার্ডপ্রেস রিলেটেড কি কি কাজ করেছেন (হবি, প্রফেশনাল, ওপেন সোর্স কনট্রিবিউশন, টিমওয়ার্ক) এগুলো উল্লেখ করতে হবে - যদি এনডিএ তে সমস্যা না হয় তাহলে লিঙ্ক মেনশন করে দেবেন প্লিজ
৫) অল্প কথায় বাংলাতে ( অবশ্যই ইংলিশে নয় ) কাইন্ডলি লিখবেন wp_localize_script() এই ফাংশনের কি কাজ বা কেন ব্যবহার করা হয়।
৬) আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা সেটা হল আপনার সম্পর্কে কিছু লিখবেন 🙂
৭) আপনি কোন অপারেটিং সিস্টেমে কাজ করেন এবং কোন কোড এডিটর ব্যবহার করেন এটাও লিখবেন কিন্তু 🙂
এই তো, এগুলো লিখে কাইন্ডলি ইমেইলের সাবজেক্ট এ "Potential Plugin Developer for Happy Addons Team" লিখে hasin@themebucket.net এখানে মেইল করে দিন। মেইলের সেন্ড বাটনে ক্লিক করার আগে অবশ্যই আরেকবার রিভিশন দিয়ে নিবেন 🙂
ওহ, আমরা এখানে সপ্তাহে পাঁচদিন কাজ করি। অফিস টাইমিং মোটামুটি সুপার ফ্লেক্সিবল। করোনার টাইমে আলোচনা সাপেক্ষে ওয়ার্ক ফ্রম হোমও সম্ভব। আমরা অফিসে একসাথে খাওয়া দাওয়া করি। সময় মত সবাই ছুটি পাই, সেলারি পাই, বোনাসও পাই। আরও কিছু জানতে চাইলে নিশ্চিন্তে মেইল করতে পারেন উপরের মেইল অ্যাড্রেসে।
আর কাইন্ডলি শেয়ার করবেন, যাতে যাদের প্রয়োজন তাদের নজরে আসে। ভালো থাকবেন 🙂

Copyright 2008-13 Home | Post Jobs | Scholarshipinfo